যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি ৬ বছর পর গ্রেপ্তার

0
220

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার ঃ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি আলমগীর হোসেন আলম (৪০) কে ছয় বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া থেকে তাকে গ্রেপ্তার করেন মণিরামপুর থানা পুলিশ।
গ্রেপ্তার আলমগীর হোসেন আলম (৪০) যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের আকবর আলী সরদারের ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলমগীর হোসেন আলমের বিরুদ্ধে ২০০৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। মামলা দায়ের বিষয়টি জানার পর পরই আত্মগোপনে যায় আলমগীর হোসেন আলম। ২০১৭ সালে মামলার রায় হলে আলমগীর হোসেন আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে নিজেকে আড়াল করতে দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে ছদ্মবেশে পলাতক জীবন যাপন করে আসছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ৬ বছর পলাতক ছিলেন আলমগীর হোসেন আলম। কিন্ত শেষ রক্ষা হলো না। শনিবার সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান , আলমগীর হোসেন আলমের নামে ২০০৬ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০১৭ সালে দায়েরকৃত মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষনা হলে সেই থেকে আত্মগোপনে চলে যায় আলমগীর হোসেন আলম। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি আলমগীর হোসেন আলম কাঠ ব্যবসায়ী হিসাবে চাঁচড়া এলাকায় অবস্থান করছিল এসময় চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে থানার (এস আই) মলয় বসু, (এ এস আই) শ্যামল সরকার ও কনেস্টবল শ্রী দিপংকর মন্ডল। আলমগীর হোসেন আলমকে গ্রেপ্তার কারতে সক্ষম হয়। এরপর রবিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here