খোলা জায়গায় জবাইকৃত পশুর ফেলে রাখা রক্ত-মাংস পঁচে রূপদিয়া বাজার একাংশে ছড়াচ্ছে তিব্র দূর্গন্ধ

0
362

রাসেল মাহমুদ ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউপির ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারের একাংশ জুড়ে রক্ত-মাংস পঁচা তিব্র দূর্গন্ধে অতিষ্ঠ্য হয়ে উঠেছে জনজীবন। তিব্র এই দূর্গন্ধ বেশ কয়েকদিন পূর্ব থেকে ছড়িয়ে আসলেও সম্প্রতি মাত্রাতিরিক্ত হয়ে বাজারের একাংশে ছড়িয়ে পড়ছে অসহনীয় বাজে গন্ধ। ঐতিহ্যবাহী এই বাজার কেন্দ্রিক রয়েছে বাংলাদেশের একমাত্র কাছাকাছি দুইটি ইউনিয়ন পরিষদ দপ্তর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বাসাবাড়ি। আর এই দূর্গন্ধে যেন টেকাই দায়। বেলা বাড়ার সাথে-সাথে যতই খরতাপের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে ততই যেন পঁচা দূর্গন্ধ ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। আর মানবসৃষ্ট ছড়ানো এই দূর্গন্ধ থেকে যেন পরিত্রানে উপায়-অন্ত নেই? কেই বা দেখবে অসাধু ব্যবসায়ীদের সৃষ্ঠচারিতা। অভিযোগ রয়েছে গোশত ব্যবসায়ীদের সৃষ্ট এই রক্ত-মাংস পঁচা দূর্গন্ধ ভৈরব নদী থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে এতে ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে বাজার কেন্দ্রিক পরিবেশ। জানাগেছে- রূপদিয়া বাজারের গোশত বিক্রেতারা ভৈরব নদীর পাড়ে পশু জবাইয়ের কাজ সারে। যদিও পশু জবাইয়ের ক্ষেত্রে সরকার নির্দেশিত বেশকিছু নিতিমালা রয়েছে। যার ছিটেফোঁটাও তোয়াক্কা করেনা এবাজারের ব্যবসায়ীরা। জবাইকৃত পশুর রক্ত ও বাদ দেয়া মাংসের অংশ মাটিতে পুঁতে না রেখে নদীর পাড়ে খোলাস্থানে ফেলে রাখে। আর এধরনের কর্মকান্ড অবলিলায় চলে প্রত্যেকটা দিনই। কান্ডজ্ঞানহীন অধিকাংশ গোশত ব্যবসায়ীদের ফেলে দেয়া রক্ত-মাংস খোলাস্থানে ফেলানোর ফলে তা পঁচে যেয়ে চরম দূর্গন্ধের সৃষ্টি হচ্ছে। আর বাতাসে সেই গন্ধ ছড়িয়ে পড়ছে বাজার জুড়ে। এব্যাপারে রূপদিয়া বাজার বণিক সমিতি’র সভাপতি ইকবল হোসেন মোল্যা বলেন- রূপদিয়া বাজারের বেশ কিছু অংশে ইদানিং তিব্র পঁচা দূর্গন্ধ ছড়ানোর বিষয়টা জানতে পেরেছি। মূলত: ব্যবসায়ীদের অসচেতনার কারনে যত্রতত্র ময়লা-আবর্জনা নদীর পাড়ে ফেলে রাখা সহ বিভিন্ন কারনে এই গন্ধের সৃষ্টি হয়ে থাকতে পারে। এব্যাপারে আমাদের বণিক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব। ইতোমধ্যে রূপদিয়া বাজারে বিভিন্ন স্থানে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপদিয়া বণিক সমিতির উপদেষ্টা রাজু আহম্মেদ আধুনিক মানের ডাস্টবিন প্রতিস্থাপন করেছেন। প্রয়োজনে এব্যাপারেও তার দারস্থ হয়ে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here