ইবির আল হাদীস বিভাগের শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ

0
164

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রীরা ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে বিভাগীয় সৌন্দর্য বর্ধন ও একাডেমিক কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন ফুলের সমরহ করা হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টায় বিভাগের সামনে এ সৌন্দর্য বর্ধনের কর্মসূচি করে তারা।
এসময় আল হাদিস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এটা একটি ব্যতিক্রম উদ্যোগ। এ ধরনের কর্মকাণ্ড থেকে অনেককিছু শেখার আছে। এসগুলো পরিচর্যা নিজেদেরই করতে হবে । এছাড়া তিনি ছাত্র-ছাত্রীদের আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য সবাইকে দক্ষ ও সৎ নাগরিক হওয়ার জন্য আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here