মনিরামপুর আলামিন পার্কের অনৈতিক কার্যকলাপের তথ্য উদঘাটন করায় সাংবাদিকের উপর হামলা।

0
394
Exif_JPEG_420

পৌর প্রতিনিধি(জাহিদ)ঃ যশোরের মনিরামপুরের বহুল আলোচিত সমালোচিত অনৈতিক কাজের রাজ্য আলামিন পার্ক এই পার্কটি শিশুদের বিনোদনের নামে চলে থাকে অনৈতিক কার্যকলাপ। অনৈতিক কার্যকলাপে ধারাবাহিকতায় ইতিমধ্যে কয়েকবার প্রশাসনিকভাবে এই পার্কটি বন্ধ করে দেওয়া হয় কিন্তু আলামিন পার্কের মালিক আব্দুর রহমান বিভিন্ন মহল কে ম্যানেজ করে পুনরায় এই পার্কটি পুনরায় চালু করেন নাম বলতে অনিচ্ছুক এলাকার লোকজন জানান এই পার্কের আশেপাশে এলাকার বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা প্রায়ই এই পার্কে আশা যাওয়া করে। ছাত্রছাত্রীরা প্রায়ই এই পার্কে এসে বিভিন্ন ধরনের অবৈধ অনৈতিক কার্যকলাপ করে যা সমাজের জন্য খুবই হতাশা জনক এতে নষ্ট হচ্ছে তরুণ ও যুব সমাজ। তারই পরিপ্রেক্ষিতে দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার ও দৈনিক কলম কথার পৌর প্রতিনিধি এসএম তাজামুল গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর তিনটার সময় ঐ সমালোচিত আলামীন পার্কে যায়। পার্কে পৌঁছানোর পরে সাংবাদিক তাজামুল হক দেখতে পায় পার্কের মধ্যে কলেজ ড্রেস পরা একটি মেয়ে একটি ছেলে অর্ধনগ্ন অবস্থায় আছে বিষয়টি সে তথ্য হিসেবে তার মোবাইল ফোনে সংরক্ষণ করে পরবর্তীতে ঘটনাটি পার্ক আব্দুর রহমান কে জানান তারপর ওই ছেলে ওই মেয়েকে নিয়ে তার নিজ বাড়িতে রাখে। তারপর পার্ক মালিক আব্দুর রহমান ও পার্ক মালিকের স্ত্রী ও পার্ক মালিকের ছেলে আলামিন সাংবাদিক তাজামুলকে ধরে এলোপাতাড়ি মারতে থাকে পরবর্তীতে সে মাটিতে পড়ে গেলে তার কাছে থাকা মোবাইল,ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে জানা গেছে। সাংবাদিক তাজামুল প্রাণে বাঁচতে দৌড়ে মেন রাস্তায় ওঠে তারপর ভ্যানযোগে মনিরামপুর হাসপাতালে ভর্তি হয়। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায় তার বাম হাত চটে গেছে এবং দুই পায়ের হাঁটুর নিচে কালচে হয়ে গেছে পরবর্তীতে বিষয়টি নিয়ে মনিরামপুর থানার ও সার্কেল এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে এই অভিযোগের বিষয়টি মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান এ বিষয়ে আশ্বস্ত করেছেন অভিযোগটিকে আমরা মামলা হিসেবে আমলে নিয়েছি পরবর্তীতে আসামিদের গ্রেফতার করে গৃহীত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনৈতিক কাজের রাজ্য, মনিরামপুর আলামিন পার্কের ভিতরে অনৈতিক কাজের ভিডিও করায় সাংবাদিককে মারপিটের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এই ন‍্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here