পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দু’ মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
মঙ্গলবার সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এম এম , অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, তথ্য বাড়ীর প্রধান শাকেরা বানু,যুব উন্নয়ন অফিসার পারভিন আক্তার বাবু,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক এম মোসলেম উদ্দীন, সহসভাপতি আঃ আজিজ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ ও যুবনেতা আকরামুল ইসলামসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ। এ প্রশিক্ষনে ৪০ প্রশিক্ষনার্থীকে নিয়ে কোর্স পরিচালনা করবেন দানেশ আলী ও এমতাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।















