নির্মানাধীন জামদিয়া রেল জংশন পরিদর্শনে বিভাগীয় কমিশনার

0
179

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়ায় নির্মানাধীন জামদিয়া রেল জংশন পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি নির্মানাধীন জংশনটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি।এসময় বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার নির্বাচিত ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here