ঝিনাইদহে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
172

রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ : ঝিনাইদহে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৬ই মে) এবি পার্টির ঝিনাইদহ জেলা কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন শুরু হয়। অনুষ্ঠান শেষে কেক কেটে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলার সমন্বয়ক হাদীউজ্জামান (খোকন) এবং অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর থানার সমন্বয়ক আক্তারুজ্জামান।
প্রধান অতিথি জেলা সমন্বয়ক হাদীউজ্জামান খোকন বলেন, ‘দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে এবি পার্টি অগ্রণী ভূমিকা পালন করবে।দল মতের উর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।দেশপ্রেমিক সকল নাগরিক কে রাজনৈতিক সচেতন হয়ে রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা প্রদানে সরকারকে ভূমিকা পালন করতে হবে।’
প্রসঙ্গত, অনুষ্ঠানে রাষ্ট্র মেরামতের রূপরেখা বই বিতরণ ও দেশের সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here