শার্শার কায়বা ইউনিয়ন মৎস্যজীবি লীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন

0
165
জসিম উদ্দিন, শার্শা : শার্শা উপজেলার অন্তর্গত ৭ নং কায়বা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (৮ মে ) শার্শা উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি অহেদুজ্জামান ও সাধারণ সম্পাদক মারুফ হোসেনের যৌথ স্বাক্ষরে দলীয় পত্রে রিপন হোসেন সভাপতি ও বাবলু হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল্লাহ, সহ-সভাপতি আলাউদ্দিন আলা, আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনূর রহমান, মনিরুজ্জামান(মনি), তাজউদ্দীন,অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাহাবুদ্দিন, দপ্তর বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ কার্যনির্বাহী সদস্য মনিরুল ইসলাম প্রমুখ। কমিটি অনুমোদন শেষে উপজেলা মৎসজীবি লীগের সভাপতি অহেদুজ্জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শার্শা উপজেলার অন্তর্গত ৭নং কায়বা ইউনিয়ন মৎস্যজীবি লীগের নবগঠিত কমিটির সদস্যগণ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here