পাইকগাছায় গত দুই দিনের৷বিভিন্ন ইউনিয়নে অভিযানে গ্রেফতার ১৩

0
174
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা  প্রতিনিধি: পাইকগাছায় গত দুই দিনের৷বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজা, পরোয়ানা ও মাদ মামলার ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রোববার ও সোমবার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের পরোয়ানার আসামি আবেদ আলীর ছেলে রাজু মোড়ল, রাড়ুলী ইউনিয়নের হাজরা পদর ছেলে কেষ্ট পদ, চাঁদখালী ইউনিয়নের ইসহাক গাইনের ছেলে ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি মামুন গাইন, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের পরোয়ানার আসামি শহিদুল মোড়ল, ইমদাদুল মোড়ল, অহিদ মোড়ল, আনছার মোড়ল, আকরাম মোড়ল, আব্দুর রাজ্জাক মোড়ল, পৌর সদরের শাহিনুর গাজী, মুন্নি আক্তার, গড়ুই খালী ইউনিয়নের এবাদুল সরদারের ছেলে জামাল সরদার, লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের ফজলুর। মোল্লা ও ৫০ গ্রাম মাদক সহ সোলাদানা ইউনিয়নের খালিয়ার চক গ্রামের বিধান মন্ডলের ছেলে জয়দ্রত মন্ডলকে গ্রেফতার করা হয়। তাদেরকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here