মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪অর্থ বছরে ২কোটি ৫৮ লক্ষ ৭ হাজার ৬শত ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান জনাকীর্ণ অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান। বক্তব্য রাখেন সাবেক মহেশপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, ইউপি সদস্য আবু তালেব, হুমায়ন কবির, নজরুল ইসলাম, মোঃ আব্দুল, অলিয়ার রহমাস,শাহাদুল ইসলাম, শাহিনুর রহমান, আব্দুল কাদের, বিল্টু মিয়া প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেষার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব শাহিনুর রহমান।















