মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদার এক নারী একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দক্ষিনপাড়ার রাজমিস্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী কল্পনা খাতুন(২৬) একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। চুয়াডাঙ্গার বেসরকারী একটি স্বাস্থসেবা প্রতিষ্ঠান আখিতারা জেনারেল হাসপাতালে এ চার সন্তানের জন্ম দেয়।নাইম নামে তাদের ১০ বছরেরে একটি ছেলেও আছে।হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ তরিকুল ইসলাম বলেন, কন্যা ও মা সবাই সুস্থ আছে।তবেপ্রসূতির রক্ত ক্ষরণ হচ্ছে।তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, চার সন্তানই আমার তত্বাবধানে রয়েছে।তারা কিছুটা অপুষ্ট।তাদের মায়ের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।















