ডুমুরিয়ায় কৃষকের মৎস্য ঘের জবর দখলের উদ্দেশ্যে লুটপাটের অভিযোগ

0
200

ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) । আদালতের নির্দেশনা অমান্য করে খুলনার ডুমুরিয়ায় কৃষকের মৎস্য ঘেরের বাসা ভাঙচুর, ফসল কর্তন ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হতদরিদ্র কৃষক পরিবার প্রভাবশালীদের ভয়ে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। জানা যায়, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের অসহায় হতদরিদ্র কৃষক মোঃ আব্দুল খালেক সরদার , রাশিদা বেগম , রনজিদা খাতুনের নিজ নামীয় রেকর্ডীয় সম্পত্তি আছে। কিন্তু একই গ্রামের প্রভাবশালী মোঃ আব্দুল কুদ্দুস সরদার , মোঃ হায়দার শেখ , মোঃ কামরুল সরদার ও মাগুরখালী গ্রামের শংকর গত ৭ মে ২০২৩ ইং রোববার সকালে বহিরাগতদের নিয়ে মৎস্য ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ , জমিতে থাকা পাঁকা ধান কেটে নিয়ে যায়। এবং ঘেরের বাসা ভাংচুর করে। এব্যাপারে আব্দুল খালেক সরদার বলেন, প্রভাবশালী আব্দুল কুদ্দুস সরদার , হায়দার শেখ , কামরুল সরদার ও শংকরা ক্ষমতাধর একটি মহলকে সুকৌশলে কব্জা করে তাদের সাথে বিভিন্ন দেন দরবার করে যুগ যুগ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টাসহ মৎস্য ঘেরে লাগানো ধান কাটা , মৎস্য ঘেরে লুট ও ঘেরের বাসা ভাংচুর করেছে। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ কাজ করেছে। এ ব্যাপারে আব্দুল কুদ্দুস সরদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here