শৈলকুপার মীনগ্রামে গাঁজার গাছসহ ৩ জন গ্রেফতার

0
161
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম থেকে গাঁজার গাছসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার (১০ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন ওই গ্রামের জিয়া উদ্দিন বিশ্বাস (৪০), মৃত সুবান বিশ্বাসের ছেলে হামজা বিশ্বাস (৩২) ও টুকু বিশ্বাসের ছেলে অহিদুল বিশ্বাস।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিনগ্রামের জিয়া বিশ্বাসের বাড়ির আগে একটি নির্মাণাধীন পাকা ঘরের মধ্যে গাঁজার আবাদ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। সেসময় ২টি গাজাঁর গাছসহ ওই ৩ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here