লোহাগড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে ছাত্রলীগ

0
150

রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : দরিদ্র কৃষকের পাঁকা (বঙ্গবন্ধু-১০০ জাতের) ধান কেটে বাড়িতে এনে মাড়াই করে দিয়েছে নড়াইলের লোহাগড়ার ছাত্রলীগ নেতা-কর্মীরা। সূত্র জানায়, শুক্রবার( ১২ মে) সকালে পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামের বিল থেকে দরিদ্র কৃষক মোঃ সাইফুল ইসলামের ৩৬ শতাংশ জমিতে থাকা পাঁকা (বঙ্গবন্ধু-১০০ জাতের) ধান বিল থেকে কেটে বাড়ি এনে মাড়াই করে দেয়া হয়েছে।এ মানবিক কাজে নেতৃত্ব দিয়েছেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাদাত নোভা। নোভা কাশিপুর ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান এর ছেলে। মোঃ নাজমুস সাদাত নোভার নেতৃত্বে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাইমুর রহমান আরমান, ছাত্রলীগ নেতা হাবিব জমাদ্দার সুমন, সজিব শেখ, মেহেরাব হোসেন শান্ত, সার্ব্বির শেখ, নাইম সিকদার, রাজনসহ দলীয় কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কৃষকের ধান কাটাসহ মাড়াই করে দেয়। ছাত্রলীগের এমন সহযোগিতা পেয়ে ওই কৃষক অনেক উপকৃত হয়েছেন। লোহাগড়া পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার তরফদার জানান, এ জাতের ধানে ফলন বেশি হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here