মাগুরায় ভালো কাজের সম্মননা পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার

0
225
 স্টাফ রিপোর্টারঃ নাগরিকদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মননা প্রদান করে চলেছেন মাগুরা জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায়
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জমকালো অনুষ্ঠানের মধ্য
দিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসন কে এ সম্মননা প্রদান করেন মাগুরা জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবু নাসের বেগ। মাগুরা জেলার কৃতি সন্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান ক্রিকেটাঙ্গনে ধারাবাহিকভাবে অতুলনীয় ক্রীড়া নৈপূন্য প্রর্দশন করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। বিশ্ব
ক্রিকেটে অনেকবার সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি
আর্ন্তজাতিক পর্যায়ে সকল ফরম্যাট মিলে আজ পর্যন্ত মোট ৪০৪ টি ক্রিকেট
ম্যাচে মোট ১৪ হাজার ৭শ ৬৬ রান ও ৬৬০টি উইকেট অর্জন করেছেন। এছাড়া
তিনি এখন পর্যন্ত ৩১বার ম্যান অব দ্যা ম্যাচ ও ১৬ বার ম্যান অব দ্যা সিরিজ হওয়ার
গৌরব অর্জন করেছেন। গত ২২ এপ্রিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
ক্রিকেট বিশ্বে ধারাবাহিক শীর্ষ অলরাউন্ডারের কৃতিত্ব অর্জনের মাধ্যমে রোল মডেল হিসেবে অবতীর্ণ হয়ে মাগুরা তথা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল করার জন্য মাগুরার জেলা প্রশাসনের পক্ষ থেকে এসম্মননা জানানো হয়।
জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ জানান, জেলা প্রশাসন মাগুরা প্রত্যাশা করে যে ক্রীড়াদুত হিসেবে তাঁর ভুমিকা বাংলাদেশকে আরও মর্যাদাবান করবে এবং ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। শুধু তাইনয় ভালো কাজ যে ব্যক্তি বা
প্রতিষ্ঠান করবে। সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মাগুরা জেলা প্রশাসন স্বীকৃতি
স্বরূপ সম্মননা প্রদান করবে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here