যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির সফল অভিযানে ২৯ কেজি গাঁজা উদ্ধারসহ আটক-১

0
162
যশোর অফিস : গত শুক্রবার রাতে যশোরের ডিবি পুলিশের আলাদা দুটি অভিযানে বেনাপোল ও শার্শায় দুটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশেরএসআই মোঃ সোলায়মান আক্কাসের নেতৃত্বে এএসআই শফিউর রহমানসহ একটি চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্ৰ্যামের রেজোয়ান মিস্ত্রি এর সাইকেল গ্যারেজের সামনে থেকে ছদর আলী (৩৫)কে আটক করে। এসময় তার কাছ তিন কেজি গাঁজা উদ্ধার করেন।ছদর আলি বেনাপোলের রঘুনাথপুর পূর্ব পাড়া গ্রামের মুছা মল্লিকের ছেলে।উদ্ধারকৃত গাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা। এ ব্যাপারেএসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের দায়ের করেছেন।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ,আরো জানান ,শনিবার ভোরে ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন,,এএসআই শফিউল ইসলাম ও সমন্বয়েএকটি টিম যশোরের শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে শার্শা উপজেলার বাহাদুরপুরের দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ির দক্ষিণ পাশে কাংলা সরদারের আবাদি জমি ওপর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া ২৬ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য পনের লক্ষ ষাট হাজার টাকা বলে পুলিশ দাবি করছেন।এ ব্যাপারে এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here