যশোরে ঐতিহ্যবাহী রেজিষ্ট্রি ভবন রক্ষা ও রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে ফুটাওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

0
191
যশোর অফিস : যশোরে ঐতিহ্যবাহী রেজিষ্ট্রি ভবন রক্ষা ও রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে ফুটাওভার ব্রিজ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 গতকাল শনিবার দুপুরে যশোরের প্রেসক্লাব যশোরের সামনে কমিউনিটি এর উদ্যোগে যশোরে ঐতিহ্যবাহী রেজিষ্ট্রি ভবন রক্ষা ও রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে ফুটাওভার ব্রিজ নির্মাণের দাবিতে এক মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি এর প্রেসিডেন্ট ডা. মোঃ রাইয়ান হাসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সাইদুজ্জামান, জেনারেল সেক্রেটারি ফেরদৌস পরশ, সাংগঠনিক সম্পাদক শিবলী রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা যশোরের ঐতিহ্যবাহী রেজিস্ট ভবন সংরক্ষণ ও যশোর রেলওয়ে স্টেশনের দুই প্রান্তে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here