স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে মাটিবাহী ট্রাক্টর রাস্তায় মাটি ফেলে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করার অপরাধে চারজনকে নগদ ২৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৬ মে)বিকালে উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন।আদালত সূত্রে জানা যায়, মাটিবাহী ট্রাক্টর কর্তৃক রাস্তায় মাটি ফেলে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করার অপরাধে, তপসীডাঙ্গার সহিদুল ইসলামের ছেলে নুরুজ্জামান কে ৬ হাজার টাকা, মফিজুর রহমানের ছেলে জনিকে ৬হাজার টাকা, তেতুলতলা গ্রামের আব্দুল গফফারের ছেলে সাগরকে ৬ হাজার টাকা,পুলেরহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে রনিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন মণিরামপুর থানার এস আই নাজমুল ইসলামসহ একদল পুলিশ সদস্য।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান বলেন,
মাটিবাহী ট্রাক্টর রাস্তায় মাটি ফেলে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করার অপরাধে চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাদেরকে ভবিষ্যতে এ বিষয়ে অধিকতর সতর্ক থাকতে বলা হয়। রাস্তায় মাটি ফেলে জনসাধারণের ভোগান্তি ও গণউপদ্রব্য সৃষ্টি না করার জন্য এলাকাবাসীকে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।















