যথাযোগ্য মর্যাদায় চুকনগর গণহত্যা দিবস পালিত

0
162
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : যথাযোগ্য মর্যাদায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে এবং চুকনগর ডিগ্রী কলেজ , আমরা একাত্তর (ঢাকা) ও ঘাতক দালান নির্মূল কমিটির সার্বিক সহযোগিতায় শনিবার সকাল ৮ টায় শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯ টায় শহীদদের স্মরণে প্রবাহমান ভদ্রা নদীতে ৫২ ডালি ফুলের পাপড়ি ভাসিয়ে দেয়া হয়। বেলা ১১ টায় চুকনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভা সঞ্চালন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া।  বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ রবীন্দ্রনাথ , জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার , আমরা একাত্তরের পরিচালক প্রফেসর হাফিজুর রহমান কার্জন , প্রধান সমন্বয়ক মাহাবুব জামান , সমন্বয়ক ইঞ্জিনিয়ার হেলাল ফয়েজি , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক , মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন , সুধাংশ শেখর ফৌজদার , দিলীপ রায় , গাজী নাজিম উদ্দীন , অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, অধ্যাপক জিএম ফারুক হোসেন , সম মুস্তাফিজুর রহমান দুলু , সরদার শরিফুল ইসলাম , যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here