বাস্তবে পুরুষ হলেও জন্মনিবন্ধনে নারী; চরম বিপাকে পড়েছে নরেন্দ্রপুরের মোঃ রহিম!

0
507

রাসেল মাহমুদ : নাম মোঃ রহিম হোসেন বর্তমান বয়স ২১ বছর ৩ মাস। কথাবার্তা, বেসবোস ও চেহারাসুরোতে রহিম স্পষ্ট একজন পুরুষ মানুষ। বাস্তবেও তাই। কিন্তু বড় বিপত্তী বয়স প্রমানের সার্টিফিকেট জন্মসনদ বা জন্মনিবন্ধন সনদে! মোঃ রহিমের এয়ারপোর্টে একটি প্রজেক্টে চাকুরিতে যোগদানের সময় জানতে পারেন তিনি মহিলা। বাস্তবে না হলেও কাগজে এটাই প্রমান করে যে, সে একজন মহিলা! আর এখানেই ঘটে বিপত্তী। কারন সেখানে শুধুমাত্র পুরুষ কর্মি নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ। মোঃ রহিমের কাজপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় অবাস্তব এই ঘটনা। মোঃ রহিম হোসেনের জন্মনিবন্ধনে সব কিছু ঠিকঠাক তথ্য উল্লেখিত থাকলেও তার লিঙ্গ পরিচিতি’তে রয়েছে সে একজন নারী! আর এখানে ঘটে বিপত্তী। একারনে এয়ারপোর্টে ওই প্রজেক্টের কাজও হয়নি মোঃ রহিম হোসেনের। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় জন্মনিবন্ধন বলছে সে একজন নারী। এমন ঘটনা হরহামেশা ঘটলেও পাচ্ছেনা তড়িৎ কোনো প্রতিকার ফলে ক্ষতির মুখে পড়ছে এমন হাজারো রহিম! পরিষদ কর্তৃক প্রদেয় নিবন্ধে দেখা যায় অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাটবিলা গ্রামের ইনছার আলী মোল্যা ও হাসিয়া বেগম দম্পতি’র সন্তান মোঃ রহিম হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যলয় নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ যশোর সদর, যশোর। ইউপি সচিব সিদ্দিক আলী ও ততকালীন চেয়ারম্যান মোদাচ্ছের আলীর স্বাক্ষরীত।
বিধি-৯ জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০০৬ অনুযায়ী মোঃ রহিম হোসেনের জন্মনিবন্ধনে উল্লেখিত, বই নং-১১, উক্ত সনদ ইস্যুর তারিখ-২২-০১-২০১৯ ইং, নিবন্ধনের তারিখ-০৬-০১-২০১১ইং, জন্ম তারিখ- ০৮-০২-২০০২ ইং, যার নিবন্ধন নং-২০০২৪১১৪৭৮৩০৫৩২২০, তার পিতার নাম- ইনছার আলী মোল্যা, মাতা- হাসিয়া বেগম, গ্রাম- হাটবিলা, ওয়ার্ড নং-০৫, ডাক-শাখারীগাতী, উপজেলা- যশোর সদর, জেলা- যশোর। এপর্যন্ত সকল তথ্য সঠিক থাকলেও লিঙ্গ পরিচিতিতে উল্লেখ রয়েছে সে (মোঃ রহিম হোসেন) একজন নারী। এতদিন বিষয়টি কারোরই নজরে না আসলেও সম্প্রতি ঢাকা এয়ারপোর্টে একটি প্রোজেক্টের চাকুরির জন্য বিভিন্ন কাগজপত্রের সংঙ্গে পাঠানো জন্মনিবন্ধনটি কর্তৃপক্ষের নজরে আসে। এর ফলে প্রজেক্টে সিলেক্টটেড হওয়ার পরও চাকুরিতে যোগদান করতে পারেনি মোঃ রহিম হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here