যশোরে অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

0
167

যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেটে অবস্থিত সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ওই শ্রমিকের তুহিন আলম (২৪)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আব্দুল মাজেদ গাজীর পুত্র। তিনি উপজেলার ভাঙ্গাগেটে অবস্থিত সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ বিভাগে শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিল্প পুলিশ জানায়, আজ সোমবার দুপুর তুহিন আলম মিলে বিদ্যুতের কাজ করছিলেন। দুপুর একটার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে মিলের অন্যান্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিল্প পুলিশের যশোর সাব জোন-২ এর নওয়াপাড়ার ক্যাম্পের উপপরিদর্শক(এসআই) আবু সুফিয়ান বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here