
মাবিয়ার রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন প্রতিযোগীতায় মাদ্রাসা থেকে প্রথম স্থান অধিকার করেছে যশোর মনিরামপুরের মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী ইয়াসিন আরাফাত তানভীর।তানভীর উপজেলা বাহির ঘরিয়া গোপালপুর আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।গত ২৭শে মে(শনিবার)খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাকে সনদ প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী আহবায়ক আঞ্চলিক কমিটি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ হারুনর রশীদ ,সদস্য সচিব আঞ্চলিক কমিটি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা,খুলনা অঞ্চল,খুলনা।জাতীয় শিক্ষা সপ্তাহের অন্যান্য ইভেন্টে যশোরের শিক্ষার্থীদের অর্জন ছিল ঈর্ষণীয়। বিভাগের মধ্য সবচেয়ে বেশি যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করে।গোপালপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩শে ইয়াসিন আরাফাত তানভীর বিভাগীয় প্রধান হওয়ায় আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরো বেড়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্র, আশা করছি দেশের সর্বোচ্চ নামকরা বিদ্যাপীঠে অধ্যয়ন করে আমাদের প্রতিষ্ঠান এবং তার পিতা মাতার মুখ উজ্জ্বল করবে।খুব দ্রুতই মাদ্রাসার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেয়া হবে।