ইবিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
317
রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র ‘ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে জিয়া পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি  বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি অধ্যাপক ড. মোহা. তোজাম্মেদ হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নাজিবুল হক। বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি, জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহা সচিব ড. ওয়ালিদ হাসান পিকুল ও অতিথিবৃন্দরা। এছাড়া জিয়া পরিষদ অন্যান্য নেতাকর্মীরা ও জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মোহা. আলাউদ্দিন,  সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ মঞ্জুসহ  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি বলেন, ‘শহিদ জিয়াউর রহমান সকলের হৃদয়ে এখনো বেঁচে আছে।’
প্রধান অতিথির বক্তব্য জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন,  ‘শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বললে সারাদিনেও শেষ করা যাবেনা। ফ্যাসিবাদ সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে চাইলেও তার নাম ইতিহাসের পাতায় রয়ে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here