হসপিটালে জীবনের সাথে যুদ্ধ করছেন আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি ঘোষ নান্নু দাদা। 

0
183
 মনিরামপুর পৌর প্রতিনিধি(জাহিদ): মৃনাল কান্তি ঘোষ(নান্নু)  আজ ১৫ দিন যাবত ঢাকা ক্যান্সার হসপিটালের  ভর্তি আছেন। রেডিও থেরাপি দিতে হচ্ছে ডেল্টা হসপিটালে ১৪ টা দেওয়া হয়েছে আরও দশটা দিতে হবে  ব্যয় বহুল চিকিৎসা দোয়া ও আশির্বাদ চেয়েছেন এই তৃনমুল আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি ঘোষ (নান্নু)।
যশোরের মনিরামপুর উপজেলার আওয়ামী লীগের প্রতিটা মিছিলে এক সময় তাকে দেখা যেতো।
আওয়ামী লীগের জনসভায় তাকে স্লোগান দিতে দেখা যেতো।তার সাথে নৌকার প্রচারণা করেছে মনিরামপুর উপজেলার অনেক রাজনীতিবীদ।আজ সেই মানুষটি জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন।বর্তমান কোনো আওয়ামী লীগ নেতা তার খোঁজখবর নেই না।বর্তমানে নেতারা ব্যাস্ত যার যার কাজ নিয়ে, নান্নু কেমন আছে দেখার বা খোঁজ-খবর নেওয়ার সময় নাই।এভাবে তিলে তিলে অবহেলায় দিন কাটাচ্ছে নান্নুর মতো অনেক নেতা কর্মী। আজ যারা স্টেজে উঠে বড় গলায় ভাষন দেয় তাদের কিন্তু, আওয়ামী লীগের দুঃসময়ে সময় খোজ ছিলো না।আজকে স্টেজে বক্তব্য দেওয়ার জন্য আপনার মুল্যায়ন আছো।যেদিন আপনি বক্তব্য দিতে পারবেন না সে দিন নান্নুর মতো অবহেলিত হয়ে পড়বেন।ভেদাভেদ ভুলে সকল রাজনীতি বীদদের পাশে দাড়ানোর আকুতি জানিয়েছেন নান্নু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here