দীর্ঘ প্রতিক্ষার পর হতে চলেছে বেনাপোল পৌরসভা নির্বাচন 

0
188
জসিম উদ্দিন, শার্শা : দীর্ঘ প্রতিক্ষার পরে অবশেষে বেনাপোল পৌরসভা নির্বাচন হতে চলেছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কতৃক বেনাপোল সহ দেশের আট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বুধবার (৩০ মে) ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ জুলাই এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঘোষিত পৌরসভাগুলো হলো- পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা।
এসব পৌরসভায় নির্বাচন করতে আগ্রহীরা রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে পারবেন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন। আর সর্বশেষ ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ঘোষিত তফসিল অনুযায়ী উল্লেখিত তারিখ সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এসব পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, দেশের আট পৌরসভার সাথে এক সাথে বেনাপোল পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি। সব ঠিকঠাক থাকলে যথা সময়ে নির্বাচন সম্পন্ন হবে এবং সেই সাথে বেনাপোল বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here