বাবা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
169

১৮ জুন ২০২৩  রোববার ‘বিশ্ব বাবা দিবস’ উদ্যাপনকে সামনে রেখে ০২ জুন ২০২৩ শুক্রবার বিকেল ৬টায় বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিবর্তন যশোরের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু। স্বাগত বক্তব্য দেন ও এ দিবস উদ্যাপনে সার্বিক বিষয় উপস্থাপনা করেন যশোরে বাবা দিবস উদ্যাপনের উদ্যোক্তা সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস।
যশোরে অষ্টমবারের মত অনুষ্ঠিতব্য বাবা দিবসের আয়োজনকে সফল ও সার্থক করতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুণ অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির  সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চণা বিশ্বাস ইভা, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক ডেপিুটি কমান্ডার আফজাল হোসেন দোলুল, সুরবিতান যশোরের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, পুনশ্চ যশোরের সহসভাপতি শহিদুল হক বাদল, সাধারণ সম্পাদক পান্নালাল দে, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কলামিস্ট বিদ্যুৎ দে, বিশ্বজিৎ মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে আমিরুল ইসলাম রন্টুকে আহ্বায়ক, হারুন অর রশীদকে যুগ্ম আহ্বায়ক ও প্রণব দাসকে সদস্য সচিব এবং উপস্থিতসহ সকল সাংস্কৃতিক সংগঠনের একজন প্রতিনিধিকে সদস্য করে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ- ২০২৩ এর কমিটি গঠন করা হয়।
একইসঙ্গে বিশ্ব বাবা দিবস উদ্যাপন উপলক্ষে যশোরে দুই দিনব্যাপী  বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ জুন (শনিবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘অনুভূতিতে বাবা’ শীর্ষক শিশুদের (দ্বিতীয় শ্রেণি থেকে অস্টম শ্রেণি পর্যন্ত) ছবি আঁকা ও চিঠি লেখা  প্রতিযোগিতা।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ জুন (রোববার) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাবা ও সন্তানের সমাবেশ, আলোচনা, সংবর্ধনা ও সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here