স্টাফ রিপোর্টার : অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা পৌরসদরের রেল স্টেশন সংলগ্ন সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস নামের একটি কিন্ডারগার্টেন স্কুলে ৩৭প্রকার দেশীয় ফল দিয়ে মধুমাসের ফল উৎসব পালিত হয়েছে। রবিবার (৪ জুন) সকাল ১১টার সময় সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানরা বিদেশি ফল খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। আমারা অভিভাবকরাও বিদেশি ফল খাইয়ে সাচ্ছন্দ্যবোধ করি। মনে করি এটাতেই আমাদের স্ট্যাটাস বৃদ্ধি পায়। আমরা বুঝতে চাইনা নানারকম কেমিক্যাল দিয়ে সংরণ করা এই সমস্ত ফল আমাদের সন্তানদের জন্য কতটা তিকর। দেশী ফল খাওয়ায় বাচ্চাদের আগ্রহী করে তোলাটাই শিকদের মূল উদ্দেশ্য।
সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্য মাসুমা মিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, ঝিকরগাছা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ। এসময় উপস্থিত ছিলেন, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের সিনিয়র শিক আব্দুল্লাহ আল মামুন, রওশনারা শিখা, শারমিন আফরোজ ইভা, সহকারী শিক শফিকুল ইসলাম, সবুজ আক্তার, রঞ্জিত কুমার, রুমানা শারমিন, পারভিন আকতার, জাফরিন নাহার শান্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।















