দামুড়হুদার হরিশচন্দ্রপুরে  পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
147
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিচ চন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়ার প্রতিবন্ধি শফিকুল ইসলামের ছেলে মোস্তাকিম (৭) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
 শনিবার বিকালে বাড়ির পাশে একটি পুকুরে
 কাউকে না বলে মোস্তাকিম গোসল করতে যায়।  এসময় সে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। সন্ধ্যার আগে বাড়ির লোকজন মোস্তাকিমকে আশে-পাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত সাড়ে ৭টার পর পুকুরে নেমে খুজতে থাকে। পরে পুকুর হতে  শিশুটির মরদেহ  উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানায়, শিশুটির  বাবা একজন প্রতিবন্ধি। তাই সে দাদা-দাদীর কাছে থাকে। শিশুটির ছয় মাস বযসে তার মা তাকে রেখে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি ভারতে চলে যায়। কাউকে না জানিয়ে একা একা গোসল করতে এসে পানিতে ডুবে গেছে এমনটিই ধারনা করা হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমানুল্লাহ  আমান বলেন, যেহেতু শিশুটি পানি ডুবে মারা গিয়েছে,তাই অপমৃত্যু মামলা হয়েছে।রবিবার মরদেহ ময়না তদন্ত শেষে নিজগ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here