মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঃ দর্শনা প্রেসক্লাব ও দর্শনা সাংবাদিক সমিতির উদ্যোগে ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় দর্শনা রেলবাজার বটতলার সামনে দর্শনা – মুজিবনগর সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান সেলিম,সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক হানিফ মন্ডল, সাবেক সভাপতি আওয়াল হোসেন,সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী,আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ন ভৌমিক,জিসান আহম্মেদ , মনিরুল ইসলাম প্রমুখ।















