মোংলায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
160

মাসুদ রানা, মোংলা : মোংলায়  আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সহ  নেতা-কর্মীরা।এরপর, সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে মিলিত  হয়  । সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন, আলোচনা সভা ও ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর  কেক কাটা হয়।উপজেলা আ’লীগের সভাপতি বাবু  সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন’র সঞ্চালনায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা  থানার  অফিসার ইনচার্জ  মোহাম্মদ সামসুদ্দীন, সহ  যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল  অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এ সময় অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here