বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক নারীরা হলেন,বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের আবুল বাশারের স্ত্রী রেশমা খাতুন (৩৫) ও নজরুল ইসলামের স্ত্রী সুইটি (৩০) উভয় থানা বেনাপোল।
শনিবার (২৪ জুন) দুপুরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় মামলা করেন।















