ঝিনাইদহের শৈলকুপায় দুইটি মোটরসাইকেল চুরির অভিযোগ

0
161

রানা আহম্মেদ অভি, ইবি : ঝিনাইদহ শৈলকুপায় দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুন) রাত আনুমানিক ৩ টায় উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া গ্রাম থেকে এই দুইটি মোটরসাইলে চুরি হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মোটরসাইকেল চুরির আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (২৫ জুন) থানায় অভিযোগ করেছেন জাফর ইকাবাল। তিনি শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শাহাদত হোসেনের পুত্র।
চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল বিষয়ে থানায় লিখিত অভিযোগ বলা হয়, ‘আমার ব্যবহৃত কালো রংয়ের হোন্ডা সিবি মোটরসাইল ও হিরো বাইক আমার কাকা রুহুল জোর্য়াদ্দার ক্রয় করেন। যা আমরা ব্যবহার করে আসছিলাম। গত ২৪ জুন রাতে মোটরসাইকেল দুইটি ঘাড় লক দিয়ে ঘুমিয়ে গেলে ২৫ তারিখ সকালে ফজরের দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে উঠলে দেখি বারান্দায় তালা ভাঙা ও দুইটি মোটরসাইকেল নেই।’
এ বিষয়ে অভিযোগকারী জাফর ইকাবাল বলেন, ‘মোটরসাইকেল দুইটি উদ্ধার করার প্রয়োজনে আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা ধারণা করছি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চোর দলের সক্রিয় সদস্য।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘অভিযোগ পাওয়ার গিয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here