যশোর অফিস : যশোর শহরের বকচরে মনিরামপুরের মাছের ঘেরের ম্যানেজার জসীমউদ্দীন হত্যাকাণ্ডের কারন উদ্ঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ নাসির হোসেন (৩০)ও জাহিদ ওরফে ডুবার (২৩)কে আটক করেছে ডিবি পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহারিত দুটি চাকু, মোটরসাইকেল মোবাইল উদ্ধার করেছে।
যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, গত ২৬ শে জুন শহরের বকচর এলাকায় সন্ত্রাসীদের চুরিতে নিহত
জসীমউদ্দীন হত্যা মামলাটি একটি নারী ঘটিত বিষয়। ঘটনাটি কেন্দ্র করে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে জসীমউদ্দীনকে হত্যা করে । এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন নারী ও নিহত জসীমউদ্দীনের ভাগ্নে সরাসরি ভাবে জড়িত। পলাতক দুই অভিযুক্তকে
আটক করে আইনের আওতায় আনা হবে হবে বলে জানান যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার।















