যশোর জেলা বিএনপির ২১ নেতা-কর্মীকে কারাগারে

0
182

যশোর অফিস: যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খানসহ যুবদল ও ছাত্রদলের ২১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার দুপুরে নাশকতার একটি মামলায় যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
যশোরের শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির বলেন,গায়েবি নাশকতার মামলায় যশোর বিএনপি, যুবদল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় নেতৃবৃন্দ হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ তারা যশোর আদালতে আত্মসমর্পণ করেন। হাসান জহির বলেন,নেতৃবৃন্দের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here