যশোর প্রতিবেদক : রোটারী যশোর জোনের ২০২৩-২৪ বর্ষশুরু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘রোটারী প্লাটফর্মটা মানুষের উপকারের জন্য।
দেশকে সাহায্য করা ও মানুষের বিপদে সাহায্য করার জন্য সংগঠনটি গঠন করা
হয়েছে। মানুষের সুস্থতা ও দিন বদলে দেওয়ার কাজই হলো রোটারীয়ানদের। মানুষ
মানুষের জন্য স্লোগানের সঙ্গে এবার থেকে মানুষের জন্য রোটারীয়ান এই
স্লোগানও ধব্বিত হবে। মানুষের কল্যাণে সর্বদা রোটারিয়ানরা কাজ করে। আমার
স্ত্রী ২৬ বছর ও আমি ৬ বছর রোটারীর সঙ্গে জড়িত। একই সঙ্গে জীবনের শেষ জীবন
পর্যন্ত রোটারীয়ান থাকতে চাই এবং মানুষের জন্য কাজ করে যেতে চাই। স্বাগত
বক্তব্য দেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর আশরাফুজ্জামান নান্নু।
শোভাযাত্রাটির বর্ণাঢ্য রূপ দেয় হাতি ও ব্যান্ডপার্টি। আব্দুর রাজ্জাক কলেজ থেকে
বের হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এতে যশোরসহ ১০ জেলার
২৫টি ক্লাবের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো.
তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ রোটারী যশোর
জোনের রোটারীয়ানগণ।















