শার্শার বীর মুক্তিযোদ্ধা হাইমুদ্দিন আর নেই

0
178
শহিদুল ইসলাম : শার্শার বীর মুক্তিযোদ্ধা হাইমুদ্দিন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ই জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন।
হাইমুদ্দিন স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনীপাড়া ময়দানে জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
জানাজার আগে শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
এ সময় শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম, মুক্তিযোদ্ধারাসহ ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে যান তাকে দেখতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here