শালিখায় অস্ত্র গুলি ও ম্যাগাজিন সহ আটক ৩

0
281
স্টাফ রিপোর্টারঃ মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর পশ্চিমপাড়া খেয়াঘাট থেকে অস্ত্র এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন সহ ৩ জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নির্দেশনায় উপ-পুলিশ পরিদশর্ক (এস আই) রাকিবুলের নেতৃত্বে এএসআই  লিটন হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিশপুর গ্রামের চিত্রা নদীর খেয়াঘাট থেকে অস্ত্র গুলি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন সহ ৩ জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
অস্ত্র গুলি ও ম্যাগাজিনসহ আটক কৃতরা হলেন  বাঘারপাড়া উজেলার খাঁনপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াছির আরাফাত(১৯), একই গ্রামের সাইফুল মোল্যার ছেলে মোঃ জিসান  মোল্যা (১৯), ও একই উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত খাঁনের ছেলে মাহিম খাঁন মিরাজ (১৮)।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রকিবুল হাসান, সঙ্গীয় ফোর্স নিয়ে হরিশপুর খেয়াঘাট এলাকা থেকে একটি বিদেশী অস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইন মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here