বিনামূল্যে গবাদি পশু ও পোষা প্রাণীর চিকিৎসা, ভ্যাক্সিনেশন ও ঔষধ সরবরাহ ক্যাম্পইন

0
357
মাবিয়া রহমান,মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মনিরামপুরে ফ্রি ভেটনারী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে গবাদি পশু ও পোষা প্রাণীর চিকিৎসা,ভ্যাকসিন ও ওষুধ সরবরাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।যশোর ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-এর সার্বিক সহযোগিতায় এই  ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।৩রা জুলাই(সোমবার) উপজেলার বাহিরঘরিয়া গোপালপুর কাচারী আমতলা মাঠে এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়েছে।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি ও ঝিনাইদাহ ভেটেরিনারি কলেজ থেকে পাশকৃত ভেটেরিনারিয়ানগণ এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা এ চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন।সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ চিকিৎসা সেবার কার্যক্রম অব্যাহত থাকতে দেখা গিয়েছে।
বাহিরঘরিয়া,গোপালপুর,পাড়িয়ালি,ঘুঘুদাহ, ভরতপুর গ্রামের প্রায় ১০০ খামারীর ২৯২টি প্রাণীর মধ্য গরু, ছাগল, শুকর, হাঁস-মুরগি,পোষা পাখি,খরগোশের চিকিৎসা,ভ্যাক্সিনেশন,পরামর্শ সেবা ও ওষুধ প্রদান করা হয়।
সেবা গ্রহীতা পশু খামারি মালিক আব্দুস সামাদ বলেন, নিঃসন্দেহে এটা একটি সেবামূলক কার্যক্রম যেখানে বিনামূল্যে পোষা প্রাণীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করেছে।আমার দুটো গরু বেশ কিছুদিন যাবৎ তেমন খাচ্ছে না।খবর পেয়ে এখানে এসেছি। এনারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে টাকা ছাড়াই ভ্যাকসিন এবং ওষুধ দিয়েছে।
 এমন সেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here