বেনাপোল দিয়ে ৩ দিনে এলো ১২৩ টন কাঁচা মরিচ

0
166

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর দিয়ে গত তিন দিনে ভারত থেকে এলো আমদানি করা ১২৩ টন কাঁচা মরিচ। এই মরিচের চালানগুলো দেশের বিভিন্ন জেলা শহরে যাচ্ছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকালে ৩৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে রবি ও সোমবার ৪৫ টন করে ৯০ টন মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘আজ ভারত থেকে ৫টি ট্রাকে ৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ ঢোকার অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছি।‘এ বন্দর দিয়ে বেনাপোলের মেসার্স ঊষা ট্রেডিং, ঢাকার এনএস এন্টারপ্রাইজ এবং খুলনার এসএম করপোরেশনসহ আরও কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে। বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ্ জানান, জরুরি ও পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের চালানগুলো ঢোকার সঙ্গে সঙ্গে দ্রুত খালাস করা হচ্ছে। এ জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ঘাটতি ও উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here