ডুমুরিয়ায় বিশিষ্ট বিজ্ঞানী কলেজ প্রতিষ্ঠাতা এসকে বাকার এর সাথে মতবিনিময়

0
164
ডুমুরিয়া প্রতিনিধি : বিশিষ্ট বিজ্ঞানী সমাজ সেবক আমেরিকা প্রবাসী ও কলেজ প্রতিষ্ঠাতা সামসুল করিম বাকার এর সাথে এসকে বাকার কলেজ কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ পরিচালনা পর্ষাদের সভাপতি ডাঃ হরিদাস চন্দ্র মন্ডল। এসকে বাকার কলেজের অধ্যক্ষ আব্দুল হালিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রভাষক কবির হোসেন,প্রভাষক শুভাংকর বিশ্বাস,প্রভাষক হরি নারায়ন বিশ্বাস,প্রভাষক প্রসেনজিৎ সাহা,প্রভাষক মোহাম্মাদ ইমাম মহিদ,প্রভাষক শিউলি জাহান,প্রভাষক মাহমুদা খাতুন,প্রভাষক মাজহারুল  আনসারী প্রভাষক ইউনুস আলি গাজী, প্রভাষক ইলিয়াস হোসাইন,প্রভাষক শেখ ওজিয়ার রহমান,প্রভাষক মাওলা বক্স আকুঞ্জি,প্রভাষক শফিকুল ইসলাম,প্রভাষক অপর্না বিশ্বাস,প্রভাষক মাসুদুর রহমান ফকির,প্রভাষক রাম প্রসাদ আঢ্য প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here