মনিরামপুর বেগারীতলায় বৈদ্যুতিক পিলারের সাথে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স দূর্ঘটনা।

0
220

জাহিদ,মনিরামপুর (পৌর)প্রতিনিধি:-যশোর মনিরামপুর বেগারীতলায় কোন ভাবেই থামছে না যানবাহন দূর্ঘটনা। বেগারীতলায় যানবাহন দূর্ঘটনা যেনো নিত্য দিনের সংগী হয়ে দাড়িয়েছে।
বেগারীতলা বাজারে একই স্হানে বার বার সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে গত কয়েক মাস যাবৎ এতে প্রাণ হানির ঘটনা পর্যন্ত ঘটেছিলো।।কিন্তু এবার বেগারীতলা বাজারের দক্ষিণ পাশে যশোর থেকে ছেড়ে আসা খুলনা গামী ঢাকা মেট্রো- ছ-৭৪-০২৮৫ একটি এ্যাম্বুলেন্স ০৮/০৭/২০২৩তাং শনিবার আনুমানিক সকাল সাড়ে পাঁচটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে অাঘাত করে এবং পিলারটি ভেংগে এ্যাম্বুলেন্সের সামনের  দিকে পড়ে দুমড়ে মুচড়ে ভেংগে যায়।কিন্তু সৌভাগ্য বসত কেহ হতাহত হয়নি। স্হানীয় সুত্রে জানা যায়  সকালে ফাকা রাস্তাতে চালকের ঘুমের কারনে এরকম দূর্ঘটনায় পতিত হতে পারে।দূর্ঘটনার পর এ্যাম্বুলেন্স ড্রাইভার ঘটনা স্হল থেকে পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here