যশোর পুলিশের মানবিকতার সহায়তা পেলো মাদ্রাসার ছাত্র জিহাদ

0
162
যশোর : মুজাহিদ হাসান জিহাদ (১৮) পিং সাইহিদুর রহমান সাং রামনগর রাজারহাট, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষে্র ছাত্র, আজ বিকালে আনুমানিক চারটায় রাজারহাট থেকে কচুয়া বাজার যার উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সুতিঘাটা বাজার পার হলে রাস্তার পাশে নষ্ট  অবস্থায় রডবোজাইকৃত একটি ভ্যান গাড়ির সংঘর্ষে  অ্যাক্সিডেন্ট হলে এতে বাম পায়ের হাঁটুর নিচে আনুমানিক এক গজ লম্বা  আঙ্গেলের রড শরীরে ভেদ করে,  পুলিশ উদ্ধার করে যশোর  ২৫০শষ্যা  হসপিটালে আনুমানিক বিকাল সাড়ে পাঁচটায় তাকে ভর্তি করে দেয় , ভিকটিমের ফোন নম্বর,০১৯৩৩৭২৫৮৫১।,, পুরুষ সার্জারি ওয়াডের  কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিকা জানাই অতিরিক্ত রক্তক্ষরণে    এই মুহূর্তে রুগীর অবস্থা  কিছুটা খারাপ  তবে কয়েক ব্যাগ রক্ত দিলে স্বাভাবিক হয়ে যাবে।   তবে ২৪ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here