এটিএন বাংলার ‘আগামীর তারকা’র গ্রান্ড ফাইনালে যশোরের রূপকথা

0
176

নিজস্ব প্রতিবেদক : প্রতিশ্রুতিশীল শিশু নৃত্যশিল্পী যশোরের মেয়ে জারিন তাসনিয়া রূপকথা এটিএন বাংলা আয়োজিত রিয়েলিটি শো ‘আগামীর তারকা’ সিজন-২ এর গ্রান্ড ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। ৭ জুলাই ঢাকায় বাংলাদেশ এফডিসিতে এটিএন বাংলার সুটিং ফ্লোরে অনুষ্ঠিত সেমিফাইনাল রাউন্ডে আরও ৭জন বিজয়ীর সাথে জারিন তাসনিয়া রূপকথা গ্রান্ড ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ৫ আগস্ট গ্রান্ড ফাইনাল আয়োজনের মধ্য দিয়ে বেছে নেয়া হবে কারা হচ্ছে আগামীর তারকা সিজন-২ এর সেরাদের সেরা।
জারিন তাসনিয়া রূপকথা শিল্পকলা একাডেমি যশোরের নৃত্যবিভাগের শিল্পী এবং যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
উল্লেখ্য, সারা দেশের নয়টি বিভাগীয় ও জেলা পর্যায় থেকে লক্ষাধিক অংশগ্রকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে ২০০ জনকে নিয়ে প্রায় এক বছর আগে এটিএন বাংলা এই প্রতিযোগিতা শুরু করে। এসময়ে অনুষ্ঠিত কোয়র্টার ফাইনাল, সেমিফাইনালসহ ৬টি পর্ব অতিক্রম করে রূপকথা পৌঁছে গেলো ফাইনাল রাউন্ডে।
রূপকথা বে-সরকারি সংস্থার কর্মকর্তা কবির উদ্দীন ও জাকিয়া সুলতানার একমাত্র সন্তান। সকলের দোয়া ও আশির্বাদ তার সাফল্য অর্জনে আরও সহায়ক হবে বলে তাদের বিশ^াস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here