সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ-মিছিল

0
196

যশোর অফিস : সুইডেনে সরকারি মদদে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।জেলা ইমাম পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সভায় জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র প্রতিবাদ জানান এবং পবিত্র কুরআন পোড়ানোর সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন, যাতে আগামীতে কেউ ইসলাম ধর্ম অবমাননার দুঃসাহস লেখাতে না পারে। একইসাথে সমাবেশ থেকে সকল সুইডিশ পণ্য বর্জনের ব্যাপারে জোরালো আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে শত শত মুসল্লিদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার বাসস্ট্যান্ড মসজিদে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here