নড়াইলে তালগাছ কাটাকে কেন্দ্র করে ভাইকে কুপিয়ে হত্যা

0
297
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: তালগাছ কাটাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় বাবুল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার হান্দলা

এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। বাবুল শেখ হান্দলা গ্রামের আফজাল শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাবুল
শেখের চাচাতো ভাই রিপন ও তার লোকজন বাবুলের জমিতে থাকা তালগাছ কাটতে যায়।
এসময় খবর পেয়ে বাবুল ঘটনাস্থলে যায়। পরে জমির গাছ কাটাকে কেন্দ্র করে
উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয়
অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত
অবস্থায় উদ্ধার করে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি
বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি
নিশ্চিত করে বলেন,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে
পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here