যশোরের স্বনামধন্য ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ESL Club উদ্বোধন

0
304
আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড এর তত্ত্বাবধানে স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে ইএসএল ক্লাব এর। গত ১০ জুন, যশোর জেলা প্রশাসক এর উপস্থিতি তে এবং আইডিয়া স্পোকেন এর আয়োজনে যশোরের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি সহ অনুষ্ঠিত হয় ইএসএল সামিট ফর স্মার্ট যশোর; যেখানে আগামী ডিসেম্বরের মধ্যে সাত দফা কর্মসূচি বাস্তবায়ন এর জন্য সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। সেই সাত দফা ঘোষণার প্রথমটি ছিলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে এই দশটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইএসএল ক্লাব প্রতিষ্ঠা করা। তার ই ধারাবাহিকতায় গতকাল থেকে যশোর জিলা স্কুল, যশোর কালেক্টরেট স্কুল, নবকিশলয় স্কুল যশোর, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ ও বাদশাহ ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট (ইদগাহ) স্কুলে ইতিমধ্যে আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা জনাব মো হামিদুল হক- অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তে উদ্বোধন করেছেন ইএসএল ক্লাব। এখনো সখিনা গার্লস হাই স্কুল, যশোর আমেনিয়া কামিল মাদ্রাসা, হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসা ও যশোর বালিকা উচ্চবিদ্যালয়ে উদ্বোধন হবে ইএসএল ক্লাব। আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড এর প্রতিষ্ঠাতা জনাব মো হামিদুল হক বলেন- “মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রয়োজন স্মার্ট সিটিজেন পিলার প্রতিষ্ঠা; আর স্মার্ট সিটিজেন আমাদের এখনকার শিক্ষার্থীরা। তাই তাদের মধ্যের ইংরেজি ভীতি কাটিয়ে খেলার মাধ্যমে ইংরেজি শেখানোর জন্যই আমাদের যাত্রা। আগামী চার মাসে যশোর হবে বাংলাদেশ এর মধ্যে একটি রোল মডেল।” যশোর জিলা স্কুল এর প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, “আমরা অনেক বেশি আনন্দিত শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে আইডিয়া স্পোকেন আমাদের বিনামূল্যে এই সুবিধা দিচ্ছে। ইনশাআল্লাহ শিক্ষার্থী রা ভীষণ উপকৃত হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here