সড়কটির বেহাল দশা,ভোগান্তিতে এলাকাবাশী

0
168

শাহীন আলম বারবাজার (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার-চৌগাছা   বারোবাজার-কোটচাঁদপুর  সড়কটি
ছোট-বড় গর্তে বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই। এতে ভোগান্তিতে পড়ছেন
স্থানীয় এলাকার চলাচল কারী হাজারো মানুষ।
বারোবাজার চৌগাছা কোটচাঁদপুরের একমাএ সংযোগ সড়কটির বেলাট, সাদিকপু্‌র,
সাতগাছী্‌য়া, বারেক মোড় পর্যন্ত ৩ কিলোমিটার  সড়ক  দীর্ঘদিন  সংস্কার না
করায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে।
বর্তমানে চলাচলে সড়কটি যুকিপূন। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক
ব্যাটারিচালিত অটোরিকশাসহ মালবাহী ট্রাক ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম
ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুঘর্টনা।
সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি
হয়েছে ছোট-বড় খানাখন্দের। ফলে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে
পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। এই দশা পাঁচ বছর ধরে। সংস্কারের অভাবে
সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে
এঁকেবেঁকে।
গর্তের অনেক জায়গায় পানি জমে আছে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ
ধুলাময় কোথাও কাদাময় হয়ে যাচ্ছে।
বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক  রফিকুল ইসলাম বলেন,
বারবাজারের পর থেকে    ধর্ম তলা পর্যন্ত রাস্তা খুবই খারাপ হয়ে পড়েছে।
তারপরও প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই বাধ্য হয়ে
চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত রাস্তাটির সংস্কারের
ব্যবস্থা নেওয়ার।
ইজিবাইক চালক ফারুক বলেন, যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনে ওই পথ
দিয়েই গাড়ি চালাতাম। তবে মাস দুই ধরে এতটা খারাপ হয়েছে, ওই পথে আর
ইজিবাইক চলছে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন সড়কটি আর সি আই পি
প্রকল্পে দেওয়া হয়েছে  অনুমোদন হলে  আশা করছি খুব তাড়াতাড়ী সড়কটির কাজ
শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here