নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

0
190
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইল মাদক ও চেক জালিয়াতি মামলায় দুইজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।  (বুধবার (১২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আহসান হাবিব ও এএসআই (নিঃ) মাহমুদ করিম অভিযান চালিয়ে আসামিদ্বয়ের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন-নড়াইল সদর থানার লস্করপুর গ্রামের আবদু সরদারের ছেলে সামছুর রহমান ও ভবানীপুর গ্রামের ইমান সরদারের ছেলে লিপটন মোল্যা। গ্রেফতারকৃত সামছুর রহমান চেক জালিয়াতি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও লিপটন মোল্যা মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here