শালিখায় ২১৬ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ

0
316
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাগুরা’র শালিখা উপজেলায় ২১৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। (১৩ জুলাই) বৃহস্পতিবার  ১১টায় শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট কম্পিউটার তুলে দেওয়া হয়।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কার মাস্টার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ শালিখা, আয়েশা আক্তার মিলি উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) জেলা পরিসংখ্যান অফিস  মাগুরা, উম্মে তাহমিনা মিতু উপ-সহকারী কমিশনার (ভূমি) শালিখা, মোঃ মোশাররফ হোসেন অফিসার ইনচার্জ শালিখা থানা, মোঃ রেজাউল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান, জেসমিন আক্তার শাবানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ কাজী শফিউল আলম উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শালিখা, কাজল বরন বিশ্বাস অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মোঃ আরজ আলী বিশ্বাস চেয়ারম্যান আড়পাড়া ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে। ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে দেশে প্রযুক্তি নির্ভর দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে বলে মনে করেন বক্তারা। আলোচনা শেষে অতিথি বৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট কম্পিউটার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here