যশোর ব্যুরো : বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম তার কর্মের মাধ্যমেই চিরদিন বেঁচে থাকবেন। তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এতে লাখ লাখ পরিবারের রুটি-রুজির ব্যবস্থা হয়েছে। তিনি দেশপ্রেম, মানবিকতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার যশোরে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা।
যুগান্তর স্বজন সমাবেশে যশোর শাখার সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি মনোতোষ বসু, সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ যশোরের সহসভাপতি প্রভাষক তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রিপন, সাংবাদিক জাহিদ হাসান, যুগান্তরের ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ প্রমুখ। আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।















